Shei Tumi Ke Lyrics (সেই তুমি কে) | Tahsan Khan

Shei Tumi Ke (সেই তুমি কে) song Lyrics Latest Bangla song sung by Tahsan Khan. Shei Tumi Ke song’s Lyrics were written by Tahsan Khan.

 

Shei Tumi Ke Song Credit:

  • Song Title: Shei Tumi Ke
  • Vocal, Music, and Lyrics: Tahsan Khan
  • Music Arrangement: Sajid Sarkar

 

Shei Tumi Ke Lyrics in Bangla:

কোনো এক ভোরে
ধোঁয়া ওঠা চায়ের কাপে,
তোমার সাথে সকাল দেখবো
সেই তুমি কে ?

কোনো এক বৃষ্টি দিনে
সূর্য উঁকি দিলে,
রংধনু খুঁজতে খুঁজতে
ভেসে যাবো মেঘের তুলিতে।

খালি পায়ে মেঠো পথে
বৃষ্টির সোঁদা গন্ধে হাত ধরে..

কোনো এক ভোরে
ধোঁয়া ওঠা চায়ের কাপে,
তোমার সাথে সকাল দেখবো
সেই তুমি কে ?

কোনো এক ছুটির দিনে
যখন আমি পিয়ানো দিয়ে
আমার সুরে নাচের মুদ্রায়
সেই তুমি কে ?

যার ছন্দের মুগ্ধতায়
কেটে যাবে বাকিটা জীবন,
ধোঁয়া ওঠা চায়ের কাপে
সেই তুমি কে, সেই তুমি কে ..

কোনো এক ভোরে
ধোঁয়া ওঠা চায়ের কাপে,
তোমার সাথে সকাল দেখবো
সেই তুমি কে ?

Back to top button